আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ উপলক্ষে মুকসুদপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত ২৭ জানুয়ারী সকাল ১১টা হতে বিকাল ৩ টা পর্যন্ত গোপালগঞ্জ-০১ (সংসদীয় আসন- ২১৫) এর মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন বাটিকামারী বাটিকামারী, মহারাজপুর ইউনিয়ন বনগ্রাম ও মোচনা ইউনিয়নের খাপুরা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করেন।
এসময় তিনি বিভিন্ন বাজারে প্রত্যেক দোকান মালিকদের সিলিন্ডার গ্যাসের মূল্য সরকারি রেট ১৩০৬ টাকা এবং অন্যান্য নিত্যপন্য দ্রব্যের মূল্য সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য নির্দেশনা দেন। অতিরিক্ত দামে বিক্রি না করার জন্য সবাইকে সতর্কীকরন করেন