বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন : মেয়র তাপস মিল্টন সমাদ্দার গ্রেফতার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই আ.লীগের জন্ম : শেখ পরশ নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত টুকুর মুক্তির দাবিতে গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রী প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ ডুমুরিয়ায়  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ       নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু মুক্তিযুদ্ধের বাংলাদেশের বুনিয়াদ ঠিক রেখে সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজ করতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদনগরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু এলাকা জুড়ে শোকের মাতম নান্দাইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত  বড়াইগ্রামে তীব্র দাবদাহ, স্যালাইন পানি নিয়ে সড়কে এমপি ডা. সিদ্দিকুর রহমান কিশোরগঞ্জে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচী সমাপ্ত রাণীনগরে বিশুদ্ধ পানি স্যালাইন ও ক্যাপ বিতরণ করলেন এমপি সুমন কোন দলের প্রার্থী বড় কথা নয় জনগণ যাকে চাবেন তিনিই নির্বাচিত হবেন সাতক্ষীরায় নির্বাচন কমিশনার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-কর্মসংস্থান সম্পাদক হলেন কলিন্স পাইকগাছায় টিআর,কাবিটা ও কাবিখা বন্টনে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি রশীদুজ্জামান নন্দীগ্রামে কাঠফাটা রোদে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা শাহজাদপুরে এক বৃদ্ধের ছাতার বয়স ১৫ বছর নান্দাইলে ৩টি অটোগাড়ী ও ২টি গরু সহ আন্ত:জেলা চোর চক্রের ৩ জন গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে বাউল ও লোকগানের কর্মশালা নন্দীগ্রামে ধানের শিষে পানি নেই, মাটি ফেটে চৌচির একাদিক মামলার আসামী মাদক সম্রাট খলিল আটক কিশোরগঞ্জে মহান মে দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গৃহবধূর গোসলের নগ্ন ভিডিও ভাইরাল করার হুমকি, মোটা অংকের টাকা আদায়, গ্রেপ্তার ১ পাইকগাছায় রূপসী বাংলা সমাজকল্যাণ ও সাহিত্য পরিষদের পাক্ষিক সভা অনুষ্ঠিত সেচ্ছাসেবক লীগ নেতা সাকিবুল হাসান লাবুর নিজ উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতারণ

ভূঞাপুরে ধরে নিয়ে জেল দিল ইউএনও, অর্ধাহারে দিন কাটছে পরিবারের

অনলাইন ডেস্ক :
সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১, ১:২১ অপরাহ্ন

মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে নৌকায় বালু তোলার সময় আলী আজগর নামের এক দিনমজুরকে ধরে নিয়ে জেল দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইশরাত জাহান। গতকাল রোববার বিকেলে উপজেলার যমুনা নদীর কোনাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ইউএনও মোছা. ইশরাত জাহান। দন্ডপ্রাপ্ত আলী আজগর (৪৫) উপজেলার স্থলকাশি গ্রামের আনছের মন্ডলের ছেলে।

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির জেল হওয়ায় অর্ধাহারে দিন কাটছে দন্ডপ্রাপ্ত আজগর আলীর পরিবারের। জানা গেছে, উপজেলার গাবসারার চরাঞ্চলের বাসিন্দা আলী আজগরের ঘরবাড়ি যমুনা নদীর গর্ভে চলে যাওয়ায় পরবর্তিতে গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি এলাকায় অন্যের জায়গায় তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন। জীবিকার তাগিদে দিনমুজুর হিসেবে কাজ করেন যমুনা নদী থেকে বালু উত্তোলণের। এতে তিনি যে টাকা পান তাতেই সংসার চলাতে হিমশিম খেতে হয়। একদিন কাজে না গেলে না খেয়ে থাকতে হয়। আলী আজগরের স্ত্রী চায়না বেগম বলেন, কাজ শেষে বাড়িতে চাল, ডালসহ বাজার করে আসার কথা ছিল। কিন্তু বিকেলেই তাকে ইউএনও ম্যাডাম ধরে নিয়ে গেছে। খবর পেয়ে রাতেই ছোট মেয়েকে নিয়ে ইউএনও অফিসে গিয়ে ম্যাডামকে অনূনয় বিনয় করলেও তিনি ক্ষমা করেননি। উল্টো জরিমানার ৫০ হাজার টাকা দিতে বলেন। পরে টাকা দিতে না পারায় তাকে জেলে পাঠিয়ে দেন। এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় সন্তানদের নিয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া রাতেই তার স্ত্রীর হাতে শীতবস্ত্র ও ত্রাণ দেয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর