বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা কেন্দ্র করে  জামায়াত- বিএনপির সংঘর্ষে নিহত -১ আহত, ২শতাধিক আগামী সরকার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেবে: মেজর হাফিজ নির্বাচন ও বেতন বৃদ্ধির প্রভাবে জামালপুরে জমির বাজারে হঠাৎ গতি লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ইউএসএ তৈরী পিস্তল,ম্যাগাজিন ও গুলি উদ্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চকলেটের প্রলোভনে শিশু অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার ভোটকেন্দ্র দখলমুক্ত থাকলে মুরাদনগরে ১১ দলীয় জোটের জয় সুনিশ্চিত: আসিফ মাহমুদ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: এরশাদ উল্লাহ ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপী সচেতনতামূলক কৃষি মেলা অনুষ্ঠিত শেরপুরে জেলা আহবায়ক কমিটি স্থগিত নির্বাচনে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা ইসি’র আমতলীর আঠারোগাছিয়া এফডাব্লিউসি পরিদর্শনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে: মেজর হাফিজ কাপ্তাইয়ে বিএনপি’র নির্বাচনী প্রচারণা অনুষ্টিত ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার উদ্বোধন দেশ ও ইসলামের ক্রান্তিলগ্নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: শাহ আকরাম আলী নবীনগরে রিক্সা প্রতীকের গণসংযোগ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপি’র প্রচারণা শ্রীপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সালথায় নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন জনস্বাস্থ্য প্রকৌশলী জামাল ময়মনসিংহে পোস্টিং নিতে ১ কোটি ৪০লাখ টাকার চুক্তি করেছেন নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে :আইজিপি নির্বাচনের দিন চার ধরনের যান চলাচল বন্ধ থাকবে : ইসি বিগত সরকারের আমলে বাংলাদেশের সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় করা হয়েছে সাতক্ষীরায়: ডাঃ শফিকুর রহমান নবীগঞ্জে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশ্বাস নয় বিশ্বাস রাখুন অবহেলিত পাইকগাছা- কয়রাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: বিএনপি প্রার্থী বাপ্পী ঠাকুরগাঁওয়ে এতিমদের নিয়ে মির্জা ফখরুলের জন্মদিন পালন

শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগাংকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

অনলাইন ডেস্ক :
শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতলো ফরচুন বরিশাল। শ্বাসরূদ্ধকর ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটের ব্যবধানে টানা দ্বিতীয়বারের মত এ টুর্নামেন্টের শিরোপা ঘরে তুললো তামিম ইকবালের বরিশাল। অন্যদিকে, ২০১৩ সালের পর আবারও বিপিএলে প্রত্যাবর্তন করে চিটাগাং কিংস। দীর্ঘ ১২ বছর পর ফিরেই ফাইনালে জায়গা করে নেয় বন্দর নগরীর দলটি। তবে শিরোপা ছোঁয়া হলো না চিটাগাংয়ের। জমজমাট ফাইনালে বরিশালের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে তারা।

শিরোপানির্ধারণী ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগাং। লক্ষ্য তাড়ায় অধিনায়ক তামিম ঝোড়ো শুরু এনে দেন। তবে জয়ের জন্য শেষ ৩ ওভারে ২৫ রান দরকার ছিল বরিশালের, হাতে ৬ উইকেট। দুই অভিজ্ঞ ব্যাটার কাইল মায়ার্স এবং মাহমুদউল্লাহ রিয়াদ উইকেটে থাকায় জয়টা একরকম হাতের মুঠোয়ই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে ১৮তম ওভারে বোলিংয়ে এসে সমীকরণ একেবারে পাল্টে দেন শরিফুল ইসলাম। ওই ওভারে মায়ার্স এবং মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করার পাশাপাশি পাঁচ রান দিয়ে চিটাগংকে ম্যাচে ফেরান শরিফুল।

১৯তম ওভারের প্রথম ৩ বলে কেবল ৩ রান নিতে পারে বরিশাল। উইকেটে তখন মোহাম্মদ নবি ও রিশাদ হোসেন। দুজনই উইকেটে একদম নতুন। সবদিক বিবেচনায় ম্যাচটা তখন অনেকটাই হেলে পড়েছিল চিটাগংয়ের দিকে।

তবে পরের গল্পটা পুরোটাই রিশাদের বীরত্বের। ১৯তম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ছক্কা মেরে চাপ সরিয়ে বরিশালকে আবার চালকের আসনে বসান এই বোলিং অলরাউন্ডার। মিস ফিল্ডিংয়ের সুবাদে পরের বলে নেন ৩ রান। বরিশালের তখন দরকার ৭ বলে ৮ রান। তবে এই সহজ সমীকরণকে আবারও কঠিন করে তোলেন মোহাম্মদ নবি, ১৯ তম ওভারের শেষ বলে আউট হয়ে।

শেষ ওভারে স্বীকৃত ব্যাটার বলতে উইকেটে ছিলেন কেবল রিশাদ। অন্যপ্রান্তে থাকা তানভীর ইসলাম কোনোমতে ব্যাট চালাতে পারেন। দলকে জেতাতে হলে রিশাদকেই কিছু করতে হতো। আর চাপের মুহূর্তে সেটা করেও দেখালেন তিনি। ৮ রানের সমীকরণে প্রথম বলেই দুর্দান্ত এক ছক্কা মেরে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন এই অলরাউন্ডার। ১৯ ওভার ৩ বলে জয় নিশ্চিত করে বরিশাল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের একাদশ আসরের ফাইনাল ম্যাচে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে ওপর প্রান্তে তাওহীদ হৃদয় ছিলেন একটু সাবধানী। পাওয়ারপ্লেতে দুজনে মিলে ৫৭ রান তুলে দারুণ শুরু এনে দেন বরিশালকে।

দারুণ শুরুর পর নবম ওভারে প্রথম উইকেট হারায় বরিশাল। একই ওভারে তামিম ইকবাল এবং ডেভিড মালানকে ফিরিয়ে শরিফুল ইসলাম একাই ম্যাচ ঘুরিয়ে দেন। দ্রুত সময়ের ব্যবধানে ফেরেন তাওহীদ হৃদয়ও। ২৮ বলে ৩২ রান করেছেন তিনি। আর ১ ছক্কা ও ৯ চারে ২৯ বলে ৫৪ রান করেছেন তামিম।

দ্রুত ৩ উইকেট হারালেও বরিশালের ছন্দপতন হয়নি। মিডল অর্ডারে হাল ধরেন কাইল মায়ার্স। ৩ ছক্কা ও ৩ চারে ২৮ বলে ৪৬ রান করে ওয়েস্ট ইন্ডিয়ান এই অলরাউন্ডার দলকে জয়ের পথেই রাখেন। তবে ১৮তম ওভারে ২ উইকেট নিয়ে আবারও বরিশালকে বিপদে ফেলেন শরিফুল।

চাপের মুহূর্তে হাল ধরতে পারেননি অভিজ্ঞ নবিও। রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের অসাধারণ ইনিংসে জয় নিশ্চিত করে বরিশাল।

চিটাগংয়ের হয়ে ৪ উইকেট নিয়েছেন শরিফুল। দুই উইকেট নিয়েছেন নাইম ইসলাম এবং আরেকটি উইকেট গেছে বিনুরা ফার্নান্দোর ঝুলিতে।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাটিং করে চিটাগং কিংস। ওপেনিং জুটিতে ১২.৪ ওভারে ১২১ রান তোলে তারা। ওই জুটির ওপর ভিত্তি করে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান করে মোহাম্মদ মিঠুনের দল। জবাবে বরিশালও ওপেনিং জুটিতে ৮.১ ওভারে ৭৬ রান যোগ করে। তামিম ও হৃদয়ের দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে কাইল মায়ার্স ও রিশাদ হোসেন বরিশালকে জয় এনে দিয়েছেন।

চিটাগং কিংসের হয়ে ২২ বছর বয়সী পাকিস্তানি ওপেনার খাজা নাফি ৪৪ বলে ৬৬ রানের দারুণ এক ইনিংস খেলেন। টুর্নামেন্টের তৃতীয় ফিফটির পথে তার ব্যাট থেকে সাতটি চারের সঙ্গে তিনটি ছক্কার শট আসে। বিপিএলের শুরুতে ব্যাট হাতে ভালো করতে না পেরে ফ্র্যাঞ্চাইজি মালিকের তোপে পড়া ওপেনার পারভেজ ইমন ৪৯ বলে হার না মানা ৭৮ রানের ইনিংস খেলেন। তিনি ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকান। এছাড়া গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে ২৩ বলে ৪৪ রান আসে। তিনটি ছক্কা ও দুটি চার মারেন তিনি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর