সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে যৌতুক মামলার আসামী আটক রাজধানীর গুলশান বনানীর স্পা সেন্টার নিয়ন্ত্রণ করছেন জাবেদ, বাহার ও শহীদ আনোয়ারায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত নান্দাইলে আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন সোনাতলায় পুলিশের বিশেষ অভিযানে ৩জন মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার- ৪ পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলে যোগদান অনুষ্ঠান আমতলী ইসলামী আন্দোলন থেকে তিন’শ নেতা কর্মীর বিএনপিতে যোগ দেওয়ার তথ্য সঠিক নয় ঢাকাগামী ট্রেন স্টপেজ ও সংস্কারের দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জে মাদক মালার সাজাপ্রাপ্ত আসামী আটক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের ভাগ্য বদলাবে গোয়াইনঘাটে গণসমাবেশে হাকিম চৌধুরী কাপ্তাইয়ে বরইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পালন বাংলাদেশ হবে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও সুশাসিত দেশ : শরিফুল হক সাজু জলাভূমি ও জীববৈচিত্র্যবিধ্বংসী চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে জেলেবন্ধন মেট্রোরেল পিলারের বিয়ারিং প্যাড ছিটকে পথচারীর মৃত্যু প্রকাশিত সংবাদে বিজিবির ব্যাখ্যা কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা রাজাপুরে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা নাসিম আকন কালকিনিতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু ‎তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে গণসংযোগে আবু বকর সিদ্দিক স্পিনিং সেক্টরে সংকট: ভারতীয় সুতা ও গ্যাসের দাম প্রধান সমস্যা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে :আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামায়াতের সংবর্ধনা বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন আনোয়ারায় জামায়াতে ইসলামী’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দক্ষিণ রাউজান রক্ষিত গুহপাড়া শ্যামা সংঘের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত সোনাতলায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমনকে গ্রেফতার করেছে পুলিশ গাজীপুর সাফারি পার্কে শেষ জিরাফটির মৃত্যু, খাঁচা এখন শূন্য পাইকগাছায় কাজের অভাবে জন্ম ভিটা ছেড়ে হাজারো শ্রমিক যাচ্ছে ইটভাটায় কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন

এবারও এমএলএসে সর্বোচ্চ আয় মেসির

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৮ জুন, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর এর মধ্যে দিয়ে এমএলএসে সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হন তিনি। এবার এমএলএসে টানা তৃতীয়বারের মতো সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হতে যাচ্ছেন লিওনেল মেসি। তার বেতন এমএলএসে ২১ দলের খেলোয়াড়দের চেয়েও বেশি।

আর্জেন্টিনার অধিনায়কের বেতন এমএলএসের ২১টি দলের খেলোয়াড়দের মোট বেতনের চেয়েও বেশি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, মায়ামিতে মেসির বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা।

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) খেলোয়াড়দের বেতনের এই তালিকা বুধবার (২৫ জুন) প্রকাশ করেছে। যেখানে মেসির মূল বেতন ১ কোটি ২০ লাখ ডলার (১৪৫ কোটি ৭৮ লাখ টাকা প্রায়)। এছাড়াও মার্কেটিং বোনাস ও এজেন্ট ফি থেকেও আয় আছে মেসির।

তবে পারফরম্যান্স বোনাস এবং অন্য কোনো খাত আমলে নেয়া হয়নি। গত বছর মে মাসের তুলনায় এবার মেসির বেতন বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।

স্পোর্টিকো এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে ২০২৩ সালের মাঝামাঝি যে আড়াই বছরের চুক্তিতে সই করেছিলেন মেসি, তার পূর্ণ মেয়াদে আয় দাঁড়াতে পারে প্রায় ১৫০ মিলিয়ন ডলার (প্রায় ১,৮৪৫ কোটি টাকা)।

শীর্ষ পাঁচে কে কোথায়?
মেসির ঠিক পরেই রয়েছেন টরন্টো এফসি-র ইতালিয়ান ফরোয়ার্ড লোরেঞ্জো ইনসিনিয়ে, যার নিশ্চিত আয় ১৫.৪৪ মিলিয়ন ডলার (প্রায় ১৯০ কোটি টাকা)।

তৃতীয় স্থানে রয়েছেন মেসিরই সতীর্থ ও সাবেক বার্সা-সহযোগী সার্জিও বুসকেটস, যার আয় ৮.৫ মিলিয়ন ডলার (প্রায় ১০৪.৫ কোটি টাকা)। এরপর রয়েছেন আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন (৭.৮৭ মিলিয়ন ডলার) এবং সান দিয়েগোর চুকি লোজানো (৭.৬৩ মিলিয়ন ডলার)।

বেতনের দিক দিয়ে মায়ামিই সেরা
পুরো দল হিসেবেও সর্বোচ্চ বেতনভোগী দল ইন্টার মায়ামি। তাদের স্কোয়াডের মোট গ্যারান্টিড কম্পেনসেশন ৪৬.৮৪ মিলিয়ন ডলার (প্রায় ৫৭৬০ কোটি টাকা), যা আগের বছরের রেকর্ড থেকেও ৫ মিলিয়ন বেশি। তালিকার দ্বিতীয় স্থানে টরন্টো এফসি (৩৪.১৫ মিলিয়ন ডলার) এবং তৃতীয় স্থানে আটলান্টা ইউনাইটেড (২৭.৬৩ মিলিয়ন ডলার)।

বেতনের দিক থেকে সবচেয়ে পিছিয়ে সিএফ মন্ট্রিয়াল, যাদের খেলোয়াড়দের মোট আয় মাত্র ১১.৯৯ মিলিয়ন ডলার (প্রায় ১,৪৭৫ কোটি টাকা)। এরপর রয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন, রিয়াল সল্ট লেক, হিউস্টন ডায়নামো এবং মিনেসোটা ইউনাইটেড।

বাড়ছে এমএলএসের সামগ্রিক ব্যয়
পুরো লিগে গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ৬৪৯,১৯৯ ডলার, যা গত বছরের তুলনায় ৯.২২% বেশি। বর্তমানে লিগে এমন ১৩১ জন খেলোয়াড় আছেন যাদের আয় ১ মিলিয়ন ডলার বা তার বেশি, যেখানে আগের বছর সংখ্যাটা ছিল ১১৫ জন।

এমএলএস ও খেলোয়াড় ইউনিয়নের মধ্যে ২০২১ সালে হওয়া চুক্তির আওতায় এই আয় এবং কাঠামো চলবে ২০২৭ মৌসুম পর্যন্ত।

দলভিত্তিক সর্বোচ্চ আয় (শীর্ষ ৫):
১. ইন্টার মায়ামি – $৪৬.৮৪ মিলিয়ন
২. টরন্টো এফসি – $৩৪.১৫ মিলিয়ন
৩. আটলান্টা ইউনাইটেড – $২৭.৬৩ মিলিয়ন
৪. এফসি সিনসিনাটি – $২৩.১৮ মিলিয়ন
৫. এলএ গ্যালাক্সি – $২২.৮৭ মিলিয়ন

মাঠের পাশাপাশি আয়তেও রাজার আসনটা ধরে রেখেছেন মেসি। প্রশ্ন একটাই, এই রাজত্ব কি চলতে থাকবে আরও বহু বছর?
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর