মানিকগঞ্জ প্রতিনিধি : কনকনে শীতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দিতে কম্বল হাতে ফুটপাতে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। পুলিশ সুপারের কম্বল পেয়ে খুশি ফুটপাতের অসহায় শীতার্ত মানুষ।
গতকাল সোমবার রাতে জেলা পুলিশের উদ্যোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ফুটপাতের অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সদর থানার কর্মকর্তা ইনচার্জ আকবর আলী খানসহ জেলা ও পুলিশ হেড কোয়ার্টারের কর্মকর্তারা।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, জেলায় বেশ কয়েকদিন ধরে প্রচন্ড শীত অনুভ‚ত হচ্ছে। শীতে এইসব অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে সকলের দাঁড়ানো উচিত।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।