ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী নিলুফার আনজুম পপিকে আওয়ামী লীগের হাইব্রিড উল্লেখ করে এমপি নাজিম উদ্দিন আহমেদ বলেন, তিনি বিএনপি পরিবার থেকে এসেছেন। তাঁর বাবা ছিলেন স্বাধীনতাবিরোধী, তিনি মুক্তিযোদ্ধা হলেও বঙ্গবন্ধুর প্রতি ও শেখ হাসিনার প্রতি ঈমান ছিল না।
ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রাথী নিলুফার আনজুম পপির বিরুদ্ধে দলের মনোনয়ন বঞ্চিতদের সমাবেশে এসব কথা বলেছেন এমপি নাজিম উদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে গৌরীপুর পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশ গৌরীপুরের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদসহ মনোনয়ন বঞ্চিত ছয়জন নেতা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কমীরা উপস্থিত ছিলেন। অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে নেতাদের বক্তেব্যে মূলত আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে অসন্তোষ উঠে আসে।
এ সময় তিনি আরো বলেন, আমার ৫২ বছরের রাজনীতির জীবনে আমার বুকে অনেক ব্যাথা জন্ম নিয়েছে। এই ব্যাথাকে তরল করার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। আর এখন আরেক ব্যাথা জন্ম নিয়েছে একজন হাইব্রিড নেতা কিভাবে মনোনয়ন পেল। তাঁর বাবা তো স্বাধীনতার পক্ষে ছিল না। তবে আমি স্বীকার করি তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু দেশের প্রতি বঙ্গবন্ধুর প্রতি ঈমান ছিল না। ছিলনা শেখ হাসিনার প্রতি ঈমান। তাঁর বাবা গৌরীপুর উপজেলা বিএনপির’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
তাঁর ভাই গৌরীপুর উপজেলা বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি ছিল। সে ছিল(পপি) জগন্নাথ কলেজের ছাত্রদলের নেত্রী। তিনি উপস্থিত নেতাকর্মীদের কাছে জানতে চান তৃণমূল বিএনপির’র মতো কি তৃণমূল আওয়ামলীগ আছে কিনা? উত্তরে নেতারা না বললে তিনি বলেন সে তো তৃনমূল আওয়ামীলীগ করতে চাচ্ছে।
তৃণমূল করতে দেওয়া হবে না। “শেখ হাসিনার প্রতি আমাদের অনুরোধ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, মিষ্টি খাইয়েছিল তাদের আমরা ভোট দিবো না। তাদের প্রতিহত করতেই আমরা এক হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তারাই যদি এমপি হয় তাহলে আমাদের তো জুতা পিটা করবো। তাই নেত্রীকে আহŸান করবো আমাকে না দিয়ে আওয়ামীলীগের যে কাউরে মনোনয়ন দেন তাতে আপত্তি নাই। তাছাড়া আমাদের নির্দেশ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হতে। তা রাজনৈতিক কারণে বলেছেন।আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা প্রার্থী হয়েছিলাম তাঁরা একজনকে দিবো। আপনি তাকেই মনোনয়ন দেন আমরা নির্বাচনে মোকাবেলা করবো। আপনাকে হয়তো ভুল বোঝানো হয়েছে আপনি প্রার্থী সংশোধন করে দেন।
নাজিম উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে মনোনীত প্রাথী নিলুফার আনজুমকে আওয়ামী লীগের হাইব্রিড বলে আখ্যা দেন। তিনি বলেন, তিনি বিএনপি পরিবার থেকে এসেছেন। তাঁরা ভাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এমনকি তিনি নিজেও জগন্নাথ কলেজের ছাত্রদলের নেত্রী ছিলেন।
সংসদ সদস্য বলেন, গৌরীপুরের নমিনেশনের বিষয়ে নেত্রীকে ভুল বুঝানো হয়েছে। আমরা চাই এ আসন থেকে আওয়ামী লীগের কাউকে মনোনয়ন দেওয়া হোক। ‘বিএনপির লোককে’ মনোনয়ন দিলে বিএনপি আমাদের চপেটাঘাত করবে। পাশাপাশি আওয়ামী লীগ এ আসনটি হারাতে পারে।
সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথা সাহার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, গৌরীপুর আসন থেকে মনোনয়ন বঞ্চিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অনু, সদস্য একেএম আব্দুর রফিক, মোর্শেদজ্জামান সেলিম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম।
তাঁরা সবাই মনোনীত প্রাথীর বিরুদ্ধে একজন বা একাধিক প্রাথীকে স্বতন্ত্র প্রাথী করা হবে।