পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলার আসামি মো: রিপন (৫০) কে গ্রেফতার করা হয় বলে জানান, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ।
ওসি আরোও জানান, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অলি উল্লাহ, সঙ্গীয় এসআই ফরহাদ, এএসআই আলাউদ্দিন, সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচলানা করে কাপ্তাই থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নং-০১(১১)২৪ এর মামলার এজাহারনামীয় আসামী রিপন (৫০) আজ সকাল ১০.৩০ টায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
সে কাপ্তাই উপজেলার নতুন বাজার (বাঁশ) কেন্দ্র এলাকার মোহাম্মদ ইউসুফ এর ছেলে। তার মায়ের নাম মনোয়ারা বেগম। পুলিশ জানান, আটককৃত আসামী কে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে