কিশোরঞ্জ র্যাব-১৪ সিপিসি-২ অভিযান চলিয়ে অভিযানে ছয় জুয়াড়ী আটক। আজ ৪ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক সুমন মিয়া (৩০) দামপাটুলী এলাকার হাজী মোঃ ফজলুর রহমান ছেলে আনোয়ার (৩৬) যশোদল মধ্যপাড়া এলাকার বাহাদুরের ছেলে চান্দু মিয়া (৪২) সতাল এলাকার আব্দুর রশিদ ছেলে হাবিবুর রহমান (৪৮)পশ্চিম তারাপাশা এলাকর মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ হারুন মিয়া (৩২)যশোদল মধ্যপাড়া এলাকার মোঃ আলী আকবরের ছেলে মোঃ সবুজ মিয়া (৩৫) যশোদল বানিয়াকান্দি এলাকার মৃত তারা মিয়া ছেলে।
কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা পিপিএম মিডিয়া অফিসার জানায় র্যাব-১৪ (সিপিসি ২) ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন কিশোরগঞ্জ সদর যশোদল মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চার বান্ডিল তাস জুয়া খেলার নগদ আঠারো হাজার তিনশত পঞ্চান্ন টাকা’সহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।