ময়মনসিংহের নান্দাইলে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাতনামা অসহায় এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিলেন ওসি ফরিদ আহমেদ।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহমেদ খবর পেয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার সহ চিকিৎসা দেওয়ায় এমন মানবিক কাজে প্রশংসায় ভাসছেন তিনি।
জানাগেছে, গত দুইদিন যাবত অজ্ঞাত নামা ষাটোর্ধ বৃদ্ধা মহিলাটি উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজার ইসলামি ব্যাংকের সামনে অসুস্থ অবস্থায় পড়ে ছিল। ওই বৃদ্ধা এলাকার কাহারো পরিচিত না হওয়ায় তার কোন সন্ধান নেয়নি কেউ। অবশেষে খবর পেয়ে নান্দাইল মডেল থানার মানবিক ওসি ফরিদ আহমেদ তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ওই মহিলার চিকিৎসা ও খাবার খরচের ব্যবস্থা করেন।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, ওই বৃদ্ধ মহিলার চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সুস্থ হলে ও তার পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যাবে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। যেহেতু উনার পরিচয় নেই, তাই উনি সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হবে। এটা আমার দায়িত্ববোধ থেকেই করেছি। কারন মানুষ মানুষের জন্য