নারায়ণগঞ্জ বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদের উৎসবমুখর পরিবেশে পাচ দিনব্যাপী বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।
গত ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত কক্সবাজারের নাইস ভিউ রিসোর্টে সফলভাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বাৎসরিক উৎসবে সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের পরিবার সহ ১২০ জন নারী পুরুষ, শিশু অংশগ্রহণ করেন।
ভ্রমণ কালীন সমুদ্র সৈকতে নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে পুরস্কৃত করা হয়।
সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মো. চান মিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অত্যান্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ৫ দিনের বনভোজন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন খোকা।
বার্ষিক এই বনভোজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. সোহেল মিয়া।
এর আগে ৮ জানুয়ারী রাত ১২ টায় নবীগঞ্জ কদম রসুল কলেজের সামনে থেকে ৪টি লাক্সারি বাসযোগে অংশগ্রহণকারীরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।পাচ দিনের ভ্রমণ শেষে সবাই নিরাপদে বন্দরে ফিরে আসেন।
আহবায়ক কমিটির এই আয়োজনে খেলাধুলা ও লটারিসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম সকলের কাছে প্রশংসিত হয়েছে।