পবিত্র মাহে রমজান উপলক্ষে কান্তা কন্সট্রাকশন-এর ব্যবস্থাপনা পরিচালক বাবু কমল চন্দ্র দাস-এর উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) রাজধানীর ওয়ারীর ফুডল্যান্ড ক্যাফে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল যেন কিশোরগঞ্জবাসীর মিলন মেলায় পরিণত হয়।
কান্তা কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক বাবু কমল চন্দ্র দাসের আয়োজনে উক্ত আলোচনা সভা ও ইফতার এবং দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার গাজী মো. আলতাফুজ্জামান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওসি মাসুদ রানা, ওয়ারী থানার ওসি তদন্ত শামীমুর রহমান, হালিমপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুন মিয়া, রামদি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হান্নান মিয়া, সাবেক ছাত্রনেতা সোহেল রানা, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য জুবায়ের আহমদ, ছাত্রনেতা মিজবাহ উদ্দিন, তিতুমির কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাহুল প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সংযম-সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগের মাস মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে সঠিক প্রতিফলন ঘটাতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে অবদান রাখার আহ্বান জানিয়ে জীবিত ও মৃত সবার জন্য বিশেষ দোয়া করা হয়।