ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট কাপাইছড়া চা-বাগানের গহিন জঙ্গলে খুন করে মাটিচাপা দেয়ার ঘটনায় গ্রেপ্তার প্রমোদ রিকমন (৩২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিনের আদালতে হাজির করা হয়। এ সময় প্রমোদ স্বীকার করেন, লিটন মিয়াকে (৩৮) তার চার সহযোগীকে নিয়ে তিনিই হত্যা করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ এপ্রিল সাতছড়িতে লাকড়ি সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন লিটন। এর পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। সাত দিনেও বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন বিষয়টি বুধবার পুলিশকে জানায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ কাপাইছড়া চা-বাগানে অভিযান চালিয়ে প্রমোদ রিকমন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে।
প্রমোদ কাপাইছড়া চা-বাগানের মঙ্গল রিকমনের ছেলে। পরে ১০ এপ্রিল গভীর রাতে প্রমোদকে সঙ্গে নিয়ে তার দেয়া তথ্য মতে পাহাড়ি এলাকার কাপাইছড়া চা-বাগানের ৯ নম্বর টিলার ভেতরে মাটি খুঁড়ে লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ খুনের ঘটনায় লিটনের বাবা ছায়েদ আলী বাদী হয়ে প্রমোদ রিকমনকে প্রধান আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নুর আলম বলেন, ঘটনা জানার ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর লিটন হত্যার ক্লু বের করে প্রধান আসামিকে বিচারের আওতায় আনা হয়েছে।এ মামলার এজাহারভুক্ত অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।
ঢাকাপ্রতিদিন/এআর