ঈদের আগে উপহার হিসেবে এসব বস্ত্র পেয়ে শতাধিক অসহায়ের মুখে ফুটেছে হাসির ঝিলিক।
সিরাজগঞ্জের তাড়াশে পৌর শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকেল ৪ টার সময় পৌর শহরের ৯নং ওয়ার্ড উলোপুর গ্রামে অসহায় ও সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করেন ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলার মোঃ শরিফুল ইসলাম খোকন।সুবিধাভোগী রাশিদা, রতনা, খালেক, মিজান জানান, সহায় সম্বল কিছুই নেই। অন্যের দুয়ারে হাত পেতে জীবিকা নির্বাহ করি। এবার ঈদ উপলক্ষে নতুন শাড়ি ও লুঙ্গি পেয়ে খুবই খুশি আমরা।
এ বিষয়ে পৌর কাউন্সিলার মোঃ শরিফুল ইসলাম খোকন বলেন, ‘ধর্মীয় উৎসব ছাড়াও বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এরই ধারবাহিকতায় অব্যাহত রেখে ঈদুল ফিতর উপলক্ষে মানুষদের সহযোগিতা করছি। এ সময় পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।