রাজশাহী দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের মহিপাড়া গ্রামে মিশনে খ্রিস্টানদের বড় দিনের প্রাক্কালে আজ সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬ টার দিকে মিশনের সামনে ৯০ জন খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মিশন পরিদর্শন করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে শেফা এবং খ্রিস্টান ধর্মের নারী ও শিশু সহ প্রমুখ।