বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার ৬নং ওয়ার্ডের দামগাড়া মহল্লায় খেলার সামগ্রী ভলিবল ও নেট বিতরণ করেন নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার।
তিনি তারুণ্য ও যুবকদের খেলাধুলার মাধ্যমে মাদক প্রতিরোধ করার আহবান জানিয়েছেন। এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহিন, ওয়ার্ড যুবদল সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাকিব হোসেন, যুবদল নেতা এমএ হান্নান, শামসুর রহমান, পারভেজসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।