ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সোমবার (১লা এপ্রিল ) মাওলানা আফতাব উদ্দিন ওয়েল ফেয়ার ট্রাস্ট এর কার্যালয়ে ৫৫ জন হতদরিদ্র এতিম মাদ্রাসার ছেলে শিশুদের মাঝে পাঞ্জাবির জন্য জাপানিট্ররে কাপড় ও সেলাই বাবদ ৪৫০ টাকা করে নগদ প্রদান করা হয় এবং ২৩ জন এতিম হতদরিদ্র মেয়ে শিশুকে ১টি করে থ্রিপিস ও সেলাই বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছ।
এসময় উক্ত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাওলানা আফতাব উদ্দিন ওয়েল ফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ওয়ালী উল্লাহ,র সভাপতিত্বে ও আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের কো-অর্ডিনেটর মাওলানা তারিক জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ১১নং খারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম,আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আব্দুস সাত্তার,
কলামিস্ট সাইদুর রহমান,বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুর রশীদ,সাংবাদিক আমিনুল ইসলাম বুলবুল সহ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান, উপকারভোগী ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।