ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনিক হল রুমে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নান্দাইল উপজেলা সদর, কানারামপুর এলাকা ও নান্দাইল চৌরাস্তায় উচ্ছেদকৃত জায়গায় পুনরায় অবৈধভাবে দখল করা হচ্ছে বলে অভিযোগ করেন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্য চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজিজুল হক ভূইয়া। সভায় আলোচনাক্রমে সকল অবৈধ স্থাপনা পুনরায় উচ্ছেদ সহ দখলকৃত ব্যক্তিদের নামে জরিমানা এবং মোবাইল কোর্টে সাজা প্রদানের জন্য উপস্থিত সকল সদস্যগণ একাত্মতা পোষণ করেন।
সভায় মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস পিএসসি) এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উত্থাপন করা হয় এবং প্রশাসনকে এই বিষয়ে কঠোর ভূমিকা রাখার আহ্বান করা হয়। সভায় গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজার এলাকার মহিলা চোর, পকেটমার, মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য ৪নং চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া জোরালো ভাবে আহবান করেন। এছাড়াও চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সন্ধ্যার পর বিদ্যালয়ের ভিতর মাঠে মাদক সেবনকারীদের আড্ডা হয় এ বিষয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
এ সময় উক্ত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ গ্রহন করেন পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, সহকারী কমিশনার (ভুমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান, সিনিয়র ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া, ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, আজিজুর রহমান ভূইয়া বাবুল, মো. সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি ও নান্দাইল মডেল থানার অফিসা ইন চার্জের প্রতিনিধি, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ।
উক্ত সভায় প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা নিয়মিত করার জন্য পুনরায় তাগিদ প্রদান করা হয়।