খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চিংড়ী মাছ প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ৩৩ হাজার ৮৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু (মটর সাইকেল) পেয়েছেন ৩১হাজার ২৭৮ ভোট।
এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড,আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ১৩ হাজার ৭৩২ ভোট, স,ম,শিবলী নোমানী রানা কাপ পিরিচ ১হাজার ৩৯৯, মোঃ আসাদুল বিশ্বাস হেলিকপ্টার ৪৮০ ও কৃষ্ণপদ মন্ডল (আনারস) ১ হাজার, ৪৯ ভোট পেয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা মন্ডল (ফুটবল) ৩৬ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ময়না বেগম (হাঁস) পেয়েছেন ২১ হাজার ২৭৮ ভোট। এছাড়াও বর্তমান ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী (পদ্মফুল) ১৫ হাজার ৭৪৩, ইয়াসমিন বুশরা (কলস) ৬ হাজার ৪৭০ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান স,ম, আব্দুল ওহাব বাবলু (পালকি) ১৮ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুকুমার চন্দ্র ঢালী (উড়োজাহাজ) পেয়েছেন ১৪ হাজার ৮২০ ভোট। এছাড়াও মোঃ সিরাজুল ইসলাম (মাইক) ১০ হাজর ৯, বর্তমান ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দীন ফিরোজ বুলু (তালা) ৫ হাজার৫৮৫, মোঃ বাবুল শরীফ (বই) ৬ হাজার ৪৫৫, মোঃ বজলুর রহমাম (টিয়া পাখি) ৯ হাজার ৪’শ ৯১, মো ঃ হাবিবুর রহমাম (চশমা) ৪ হাজার ২৭৮ ভোট পেয়েছে। মোট প্রার্থী ১৯ জন।
মোট ভোটার ২ লাখ ৩১ হাজার ৯’৩৮ জন। কেন্দ্র ৯৭ টি। সর্বমোট ভোট প্রদান ৮৪ হাজার,১৯৭ টি মোট বৈধ ভোটার ৮১ হাজার ৮১০ টি,বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৩৮৮ টি। উক্ত নির্বাচনে ভোটার উপস্থিতি ৩৬.৩০ শতাংশ। রোববার রাতে ফলাফল ঘোষনা কালে সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মাহেরা নাজনীন এ তথ্য প্রকাশ করেন।