চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার সিমেন্ট শীট মিস্ত্রি কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ (অক্টোবর) সকালে নবাবগঞ্জ টাউন ক্লাবে মেসার্স সানজানা এন্টার প্রাইজের পক্ষে মেসার্স লুনা ট্রেডার্সের সত্বাধীকারী রাইহানুল ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আনোয়ার সিমেন্ট সীটের ডাইরেক্টর (বিজনেস) মোঃ মোজাম্মেল হক।
বিশেষ অতিথি ছিলেন, ট্রাস্ট ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ ইমাম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও নির্মাণ সমিতি (ইনসাফ) এর প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, আনোয়ার সিমেন্ট সীটের এজিএম নথ ডিভিশন মোঃ হাবিবুর রহমান, এস আর ম্যানাজার সেলস রবিউল্লাহ সরকার, বগুড়া জোনের জোনাল সেলস ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার রাজশাহী মোস্তাক আহমদ।
কর্মশালায় আনোয়র সিমেন্ট শীটের গুনাগুন, ব্যাবহার পদ্ধতি সম্পর্কে মিস্ত্রিদের প্রশিক্ষণ দেওয়া হয়।