বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় তাঁতীলীগ নেতা গ্রেফতার দুর্গাপুরে খেজুর গুড় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের সাথে অবহিতকরণ সভা নাজিরপুরে শ্রমিকদলের আহবায়ক কে অবাঞ্ছিত ঘোষণা ও কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ জন আটক বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন : স্বরাষ্ট্র উপদেষ্টা গণহারে গ্রেপ্তার করা যাবে না : আইজিপি আত্রাইয়ে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় পাইকগাছায় সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে চূড়ান্ত রায় ১৭ ডিসেম্বর গাজায় গণহত্যার জন্য ইসরাইল দায়ী : অ্যামনেস্টি প্রথম টি-টোয়েন্টি, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পোড়ালেন রিজভী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা বিকালে বঙ্গভবনে যাচ্ছেন ২৩ বিচারপতি ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ বিকালে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি, পণ্যের দাম যাচ্ছে নাগালের বাইরে ভারতের সঙ্গে গত ১৫ বছরের সব চুক্তি বাতিল করা উচিত : আসিফ নজরুল ৩ সপ্তাহের জন্য কারামুক্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন গজারিয়া আগুনে পুড়ে ছাই মুদি দোকানির স্বপ্ন ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি : প্রধান উপদেষ্টা অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এবারের নির্বাচন যেকোন সময়ের তুলনায় অনেক কঠিন হবে : তারেক রহমান পদত্যাগে বাধ্য হলেন ইন্টেলের সিইও গেলসিঞ্জার পোশাক শিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বস্ত্র উপদেষ্টার আহ্বান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা শুক্রবার অটোরিকশা উল্টে পুলিশ সদস্য নিহত যুব মহিলা লীগের নেত্রী যুথী গ্রেফতার তেতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ১

তাবিথের প্রথম সভায় রেকর্ড এজেন্ডা

স্পোর্টস ডেস্ক,ঢাকা প্রতিদিন
শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৬:২০ অপরাহ্ন

আগামীকাল বাফুফের নতুন কমিটির প্রথম সভা। প্রথম সভায় আলোচ্যসূচির সংখ্যা ২৮। বাফুফের কোনো নির্বাহী সভায় এত সংখ্যক এজেন্ডা সাম্প্রতিক সময়ে কখনো দেখা যায়নি।

২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা করে সাধারণ সম্পাদক ৯ নভেম্বর শনিবার সাধারণ নির্বাহী সভার চিঠি ইস্যু করেন। সেই চিঠিতে আলোচ্য সূচি ছিল ছয়টি। ৪ নভেম্বর সাধারণ সম্পাদক সংশোধিত চিঠি ইস্যু করেন। সেটায় এজেন্ডা বেড়ে তিনগুণ হয়েছে।

নির্বাচনের পর প্রথম সভায় সাধারণত পরিচিতি, সাব কমিটি গঠন হয়ে থাকে। গতানুগতিক এই আলোচ্যসূচির পাশাপাশি প্রথম সভায় গঠনতন্ত্র সংশোধনের মতো জটিল বিষয়ও রয়েছে। জেলা ফুটবল এসোসিয়েশন নিয়ে কাজী সালাউদ্দিন সেভাবে কাজই করেনি। তাবিথ আউয়াল প্রথম সভাতেই জেলা ফুটবলের সামগ্রিক বিষয় আলোচনা সূচিতে রেখেছেন।

কাজী সালাউদ্দিনের বিগত কমিটি বাফুফের দেনা প্রায় ১৫ কোটি টাকার কাছাকাছি রেখেছে। তাবিথ আউয়াল প্রথম সভায় দেনা-পাওনা সংক্রান্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ জানতে চান। তাই ফেডারেশনের পাওনা ও দেনার বিষয় সুনির্দিষ্ট আলোচ্যসূচি রয়েছে। দেনা পাওনা ছাড়াও ব্যাংক হিসাব পরিচালনা, ফিন্যান্স বিভাগের পরিকল্পনার বিষয়ও রয়েছে আলাদা আলোচ্যসুচি হিসেবে। শুধু ভেন্ডরদের পাওনা নয় ফেডারেশনের ইউলিটি বিল, ট্যাক্স ও ভ্যাট পলিসি নিয়েও হবে আলোচনা।

জাতীয়, বয়সভিত্তিক দল, আর্থিক বিষয়াদির পাশাপাশি ফেডারেশনের অস্থাবর সম্পত্তিও আছে আলোচনায়। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণও আছে আলোচ্যসুচিতে। প্রথম সভার আলোচ্যসুচিতে বাদ যায়নি সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ইস্যুও। ২৮ আলোচ্যসুচি থাকলেও বাফুফের বেতনভুক্ত স্টাফদের নিয়ে বিশেষ কোনো এজেন্ডা নেই।

আগামীকাল সকাল সাড়ে দশটায় সভা শুরু হওয়ার কথা। ৮-১০ টি এজেন্ডায় মাঝে মধ্যে ৪-৫ ঘন্টার ম্যারাথন মিটিং হয়েছে বিগত সময়ে। প্রথম সভায় ২৮ আলোচ্য সূচিতে সেই হিসেবে সারা দিনই লেগে যাওয়ার কথা। বাফুফে নির্বাহী কমিটির কর্মকর্তারা ব্যবসা ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। প্রথম দিনে সবাই সকল এজেন্ডায় অংশগ্রহণ করবেন নাকি মাঝপথে মুলতবি হয় সেটাও দেখার বিষয়।

বাফুফে নির্বাহী কমিটি ২১ জনের। ১৫ তম সদস্য পদে টাই হওয়ায় ২০ জন নির্বাচিত হয়েছেন। কালকের সভায় দুই নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ও মহিউদ্দিন আহমেদ সেলিম সশরীরে উপস্থিত থাকতে পারবেন না বিদেশে অবস্থান করায়।

 


এই বিভাগের আরো খবর