পল্লী বিদ্যুৎ সমিতি এক ও অভিন্ন সার্ভিস কোড প্রদান এবং সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করনের দাবীতে অনিদিষ্টকালের কর্মবিরতী পালন করছে ভোলা পল্লীবিদ্যুৎ সমাতির কর্মকর্তা-কর্মচারীরা।
আজ মঙ্গলবার ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় বাংলাবাজার অফিসে অবস্থান করেন তারা। এ সময় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে অফিস চত্বরে দাড়িয়ে বিভিন্ন পোস্টার, লিফলেট ও প্লে-কার্ড নিয়ে দাড়িয়ে দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেন তারা। বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চলে এ কর্মসূচী।এ সময় আন্দোলনকারিরা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চলবে।
কর্ম বিরতিতে আরও বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ মমিনুল হক, সহকারপ জুনিয়র প্রকৌশলী মোঃ রাজিব, প্রীতি রানী দেবনাথ, সাথী ও সালমা আক্তার। এছাড়া লাইন শ্রমিকদের মধ্যে ফরিদ আরাফাত ও ইমরান হোসেন।
এসময় বক্তারা বলেন, একই কাজ করেও ন্যার্য অধিকার বঞ্চিত রাখা হয়েছে কর্মকর্কা, কর্মচারীদের। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে দাবী বৈষম্য দূর করে নায্য র্অধিকার পাওয়ার। অন্যথায় এ আন্দোলন অব্যাহত থাকবে।জীবনে ঝুকি নিয়ে গড়ে ১৫-২০ ঘন্টা কাজ করেন শ্রমিক কর্মকর্তারা। কিন্তু তারপরেও বঞ্চিত রাখা হয়েছে। এমন বৈসম্য নিরসন জরুরি।
এ আন্দোলন করতে গিয়ে দু’জন এজিএম সোকজ খেয়েছেন। এদিকে আন্দোলনকালে বিদ্যুতের সকল জরুরি সেবা সচল ছিলো। এতে ভোগান্তি পোহাতে হয়নি গ্রাহকদের।আন্দোলনে জেলার ৫১৩ জন কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহন করেন।এরআগে ১ জুলাই একই দাবীতে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারিরা।