গতকাল শুক্রবার (৪ জুলাই ২০২৫ ইং) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ৩নং কেয়াঘর ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা ও
সভায় ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গকুল দত্তের সভাপতিত্বে এবং আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছৈয়দুল হক ছৈয়দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক আব্দুল মাবুদ, উপজেলা যুবদল নেতা এডভোকেট নুরুল কবির রানা, এডভোকেট হাসান কায়েস, এডভোকেট শফিউল আজিম শাকিল, মনছুর, কাজী খসরু, হেলাল, রুবেল, টিপু, সাদ্দাম, বিষ্ণুপথ দত্ত, ইকবাল, রকেট, টিটু, ইউনিয়ন বিএনপি নেতা আবদুল মাবুদ, তারেক মেম্বার, মুসা, নির্মল, সুমন, তুষার, সুবর্ণ, শুভ, শয়ন, নিকাশ দত্ত, সবুজ, আবু তাহের, জাহাঙ্গীর, নাছির, ফরিদ, বিধান, বিপ্লব, ইউনিয়ন ছাত্রদল নেতা রাশেদ, মোরশেদ, শাওন, আরাফাত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা একটি কল্যাণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথনির্দেশনা হিসেবে কাজ করবে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।