ঠেকাও মাদক, ঠেকাও সন্ত্রাস,, বাঁচাও শিক্ষা বাঁচাও দেশ এই স্লোগান কে সামনে রেখে শনিবার(৫ জুলাই)রাত ৮ ঘটিকার সময় নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের টংঙ্গীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক,সন্ত্রাস, জুয়া, বাল্য বিবাহ ও ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা উন্নতিকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার(অবঃ)বাংলাদেশ পুলিশ একে এম মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও এসআই রুহুল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার,এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,নান্দাইল মডেল থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোজাহিদুল ইসলাম,সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) বাংলাদেশ সেনাবাহিনী জাহিদুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালেরকন্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী সহ প্রমুখ।
এ সময় উক্ত মতবিনিময় সভায় এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।