ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের বইলাজান তেমুনা মোড় এলাকায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বরখিলা বনাম বইলাজান গ্রামের খেলোয়ার গন খেলায় অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেনঞ মোহাম্মদ আব্দুল করিম সরকার বিশেষ অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য, উপজেলা বিএনপি’র সম্মানিত যুগ্ম আহ্বায়ক, মোঃ আশিকুল হক আশিক বিএনপির যুগ্ম বিএনপি নেতা রফিকুল ইসলাম মাখন,১নং নাওগাঁও ইউনিয়ন পরিষদের আনোয়ার সাদাত সভাপতি ফুলবাড়িয়া পৌর যুবদল , হাসমত আলী মন্ডল আয়বায়ক পৌর ছাত্রদল সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী সভাপতিত্ব করেন মোঃ মুক্তার হোসেন খেলায় সঞ্চালন করেন মোঃ গোলাম মোস্তফা।