‘শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই শ্লোগানকে সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক স্বপন, বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এর নির্দেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনী, কাপ্তাই উপজেলা রাঙ্গামাটির উদ্যোগে জাতীয় বৃক্ষ রোপণ অভিযান – ২০২৪ এর কর্মসূচী পালন করা হয়েছে।
গতকাল বৃহ:বার (১ আগষ্ট) সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি কাপ্তাই উপজেলা কার্যলয় থেকে এই র্যালী শুরু হয়, র্যালি শেষে আলোচনা ও আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৩ প্রজাতির ফলজ, বনজ, ভেষজের গাছ বিতরণ ও রোপণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) এমরান হেসেন, খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার ও ম্যানেজার এডমিন বিজয় মারমা ।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির সকল ভাতাভোগী সদস্যগন। কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি ক্লাব সংলগ্ন এলাকা ও কাপ্তাই উপজেলার বিভিন্ন জায়গায় এ সব গাছ আনসার ও ভিডিপি সদস্যদের মাধ্যমে রোপন করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব ) এমরান হোসেন বলেন ‘ গাছ শুধু রোপণ করলে হবে না, তার পরিচর্যাও করতে হবে। সবুজে শ্যামলে দেশকে গড়ে তুলতে আমাদের বাহিনীর এই উদ্যোগ “