ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর আগুনে পুড়িয়ে দেওয়া বিলাসবহুল বাগান বাড়িটি একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে হাজার হাজার মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বরে জানা যায়, গত সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের হামলার মুখে সঙ্গীদের নিয়ে পালিয়ে যান নিজাম হাজারী। এ সময় বাগান বাড়িটিতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে পুরো বাড়ি আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়। এক পর্যায়ে বাড়িটির মূল্যবান জিনিসপত্র, খামারের গরু-ছাগল, লেকের মাছ এবং গাছ ও ফুলের চারা লুট করে নিয়ে যায় সুযোগ সন্ধানীরা।
দোর্দান্ত প্রতাপশালী নিজাম হাজারীর কোটি কোটি টাকার আলিশান এ বাড়িতে সাধারণ কোন মানুষজন প্রবেশ করতে পারতো না। কেবল ভিআইপি ব্যক্তিদেরই আসা-যাওয়া ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্ব দলবলে নিজাম হাজারী পালিয়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে এ বাড়ি ঘুরে ঘুরে দেখছে সাধারণ মানুষ।
অনেকে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে উপভোগ করছেন বাড়িটির প্রাকৃতিক সৌন্দর্য। কেউ কেউ বাড়িটি ঘুরে ছবি তুলছেন। আবার অনেকে গল্প করে ব্যস্ত সময় পার করছেন। বাড়িটি ঘুরে এসে জনৈক ব্যক্তি বলেন, নিজাম হাজারীর বিলাসবহুল বাড়ির গল্প শুনেছি, কিন্তু কখনো দেখতে পারিনি। আজ দেখার সুযোগ হলো।